হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে মালবাহী ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৮

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এমবি মোহছেন আউলিয়া নামে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় পাশে থাকা একটি জাহাজের সহযোগিতায় ট্রলারের আট মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

ট্রলারের মালিক মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মুদি ও হার্ডওয়্যার মালামাল নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা করে এমবি মোহছেন আউলিয়া নামে ট্রলার। ট্রলারটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এলে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারের বাইন ফেটে যায়। এ সময় ট্রলারে পানি ঢোকা শুরু করে এবং একপর্যায়ে ট্রলারের ইঞ্জিনরুমে পানি ঢুকে যায়। 

ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাতাসের তীব্রতায় ট্রলারে থাকা আট মাঝিসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা এমবি মায়মুনা ১০ নামের একটি জাহাজে থাকা নাবিকেরা তা দেখতে পেয়ে ট্রলারে থাকা মাঝিদের উদ্ধার করেন। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রলারের মালিকের পক্ষে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০