হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ছয় বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানার পুলিশ। 

গত বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশি ওই ছয় যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করেন বলে জানা গেছে। 

সূত্রে জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা-বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকেরা চা-বাগানে দৌড়াতে থাকেন। পুলিশ দীর্ঘক্ষণ তাঁদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে আটক করে সাব্রুম থানায় নিয়ে যাওয়া হয়। 

আটক যুবকেরা হলেন রুবেল হোসেন (২১), ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০)। তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। 

ওই ছয় বাংলাদেশির বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানার পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশি যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি। তবে রামগড় বিজিবির আওতাধীন সীমান্তপথে তাঁরা প্রবেশ করেননি। এই ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার