চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬: ২০
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

কামরুজ্জামান জানান, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় দুই মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান পরিচালনা সাঈদীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফজলুল করিম সাঈদী গত ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন।