চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় ৩ মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাঁদের হেফাজতে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
গতকাল রোববার রাত ১০টার দিকে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এদিকে গতকাল বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরে ইলিশ বিক্রির অপরাধে ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।