সীতাকুণ্ড পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা ওরফে বুলেট মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পৌরসভার মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পৌর সদরের সোবাহানবাগ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, মামুন মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে দলবল নিয়ে অবস্থান করছেন বলে তারা গোপন সূত্রে জানতে পারেন। এ সময় তাঁরা খবরের সত্যতা যাচাইয়ে মহাদেবপুর এলাকায় অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে মহাসড়কে নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইনসহ ২৪টি মামলা রয়েছে। যার মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।