Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, চার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, চার লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মরদেহগুলো ভেসে আসে। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হয়েছেন।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।

এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হন।

সরি, সংস্কার আপনাদের কাজ নয়: অন্তর্বর্তী সরকারকে আমীর খসরু

কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না

ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

লক্ষ্মীপুরে দরজির দোকানে শিশুকে যৌন নিপীড়ন

সীতাকুণ্ড-সন্দ্বীপ সমুদ্রপথে ঈদ উপলক্ষে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু

আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সর্বনিম্ন দরদাতাকে দেওয়া হয় না কাজ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আপাতত কমছে না, জানাল জাতিসংঘ

অটোচালককে ছাড়তে লাখ টাকা ঘুষ দাবি, ওসির বিরুদ্ধে মামলা