Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৪১ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), নাঈমউদ্দিন (৪১), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), মো. আব্দুল হান্নান (৫৫), মো. ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), ৪১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার (৩৭), মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), মো. হৃদয় (২৩), সোহেল রানা প্রকাশ শাকিব (২১), মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫), মো. তারেক হোসেন ও মো. রুবেল (৩৫)।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে সড়ক অবরোধ

দরজিপাড়ায় ঈদের ব্যস্ততা

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

হাটবাজারের ইজারা নিয়ে নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ছুরিকাঘাতে খুন

বান্দরবানে রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামীসহ আটক ২

লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে ওঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ইন্টার্নদের কর্মবিরতি, চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত