চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে সাবেক এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় তাঁর মৃত্যু হয়।
হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন হুমায়ুন। পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।