চট্টগ্রামের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুআমতলী সীমান্ত পয়েন্ট দিয়ে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি। রোববার রাত সাড়ে ১২টার দিকে রেজুআমতলী এলাকার পূর্ব দরগারবিল গ্রামের কাছাকাছি একটি সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের পুত্র মো. সাদ্দাম হোসেন।
৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপির বিজিবি সদস্যরা জানতে পারেন, ইয়াবা চোরাকারবারিরা মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে এনে কেনাবেচা করতে পারে। এরই ভিত্তিতে বিজিবির একটি দল দরগাহবিলের ঠান্ডামিয়ার বাগান এলাকায় অভিযান চালায়। ইয়াবা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা এদের একজনকে আটক করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র আরও জানায়, আটক সাদ্দাম হোসেনের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। আটককৃতদের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক কারবারিদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।