পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে রফিকুল ইসলাম রনি (১৮) নামের আরেক তরুণ তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত এমরান হোসেন রিফাত উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনীতি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে এমরান হোসেন রিফাতের বিরোধ চলছিল। গত ৫ আগস্ট রাতেও রিফাতকে এক দফা মারধর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রনি কয়েকজন সহযোগীকে নিয়ে রিফাতের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন রিফাতকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে। রফিকুল ইসলাম রনিকে আটক করার চেষ্টা চলছে।