Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই
স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ রাজশাহীতে আনা হয়।

খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কম। কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

গত নভেম্বরে দুই দফায় খোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতিসহ অনেকে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা খোকনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার