কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্যকর আচরণ চর্চা উৎসাহিত করতে অল্প বয়সেই স্বাস্থ্যসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি তাঁদের মধ্যে পুষ্টি ও লিঙ্গ-সম্পর্কিত ধারণা আরও ইতিবাচক করতে এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ সম্মেলনকক্ষে বিষয়ভিত্তিক স্কুল স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি প্যাকেজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) তাঁদের উজ্জীবন সোশ্যাল বিহেভিয়র চেঞ্জ কমিউনিকেশন প্রকল্পের মাধ্যমে এই প্যাকেজটির উন্নয়ন এবং প্রণয়নে সহায়তা করেছে।
এতে যৌন এবং প্রজননস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের পুষ্টি, লিঙ্গসম্পর্কিত ধারণা ও বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, ইউএসএআইডি বাংলাদেশের ভারপ্রাপ্ত মিশন ডাইরেক্টর ব্যারি টি গিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে নিয়ে যেতে শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার জন্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মানসিক বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউএসএআইডি বাংলাদেশের ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর বলেন, প্যাকেজটি তরুণদের মধ্যে স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করবে, যাতে তারা জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে পারে। এ ছাড়া নিজেদের ও পরিবারের আরও সমৃদ্ধ জীবন গড়তে ভূমিকা রাখবে।