হোম > সারা দেশ > গাজীপুর

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সেপটিক ট্যাংক থেকে ইয়ামিন নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাটর বাজার এলাকার শরিফ মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনাট এলাকায় শরীফ আকন্দের বাসায় সিলেটের জেলার জকিগঞ্জের থানার দরগাবাহাদুরপুর গ্রামের সাদ্দাম মিয়া তার স্ত্রী ও এক ছেলে ইয়ামিনকে নিয়ে ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরের পর থেকে ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পেছনের বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে ভেসে থাকতে দেখা যায় ইয়ামিনের মৃতদেহ। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

ইয়ামিনের মা আছিয়া কাঁপতে কাঁপতে বলেন, ছেলে আমাকে বলে গেছে সে খেলতে যাচ্ছে। অনেকক্ষণ তার কোনো খোঁজ খবর না পেয়ে দুপুর একটার দিকে আমি তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ওই সেপটিক ট্যাংকের সামনে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।

 কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, বাচ্চাটি খেলাধুলা করতে গিয়ে এক ফাঁকে ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরিষ্কার করার জন্য সেটি খুলে রাখা হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭