হোম > সারা দেশ > ঢাকা

‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর উত্তরায় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ থেকে ‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আসতে’, ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে যাব বাড়ি’সহ নানান সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়।

উত্তরার কাজী ড্রাইভিং স্কুলের পরিচালক মো. কাজী মেহেদী হাসান এবং এ এম আর ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজু আহমেদ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন।

উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে শনিবার সকালে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ সচেতনতামূলক কার্যক্রমের শুরু হয়। পরে সেখান থেকে র‍্যালিটি শুরু হয়ে উত্তরা ১১ নম্বর মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়। এ সময় পথে পথে গাড়ি চালকদের সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উত্তরা বিভাগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আতিকুল ইসলাম, নুর নবী, কাজী মিজান ও শহিদুল ইসলাম উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘আমরা সকলে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। সঠিক লেন মেনে গাড়ি চালাব। ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকব। কারণ একটি দুর্ঘটনা শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আমরা কেউ উচ্চ গতিতে গাড়ি চালাব না।’

এ সময় উত্তরায় কর্মরত সাংবাদিক, বিআরটিসি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ মোটর শ্রমিক লীগের নেতা-কর্মী এবং সচেতন জনগণসহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন