Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি

হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের জাজিরায় হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও গত ৮ মাসে মামলার কোনো অগ্রগতি না হওয়া ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের স্বজনদের দাবি, হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ এই ঘটনাটি গুরুত্ব না দেওয়ায় আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জোরালো দাবি জানানো হয়। 

উল্লেখ্য, জাজিরা পৌর শহরের পূর্ব আরাচন্ডি এলাকার কৃষক সোনা মিয়া ফকির (৭০) করোনায় আক্রান্ত হয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় গত বছরের ১৭ আগস্ট নিখোঁজ হন। নিখোঁজের ৪ দিন পর ২১ আগস্ট হাসপাতালের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে সোনা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ২৬ আগস্ট নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে জাজিরা থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু