উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দিয়াবাড়িতে কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোই যেন স্টাইলে পরিণত হয়েছে। এমতাবস্থায় রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ২৩টি মোটরসাইকেল ও প্রাইভেটকারকে ৫০ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
তুরাগের দিয়াবাড়ির উত্তরা মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নওশাদ, মেজর জাহিদ, ট্রাফিক পুলিশের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম, সার্জেন্ট মাহমুল হাসান, আর এ রোকন, তুরাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ শতাধিক সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল চালকদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ছিল না। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যরা জানিয়েছেন, শতাধিক মোটরসাইকেল চালকদের সঙ্গে কোনো কাগজপত্র ও হেলমেট ছিল না। পরে যেসব চালকদের কাগজ ছিল না, সেসব মোটরসাইকেল আটক করে বাসা থেকে কাগজপত্র নিয়ে আসিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দিয়াবাড়ির ট্রাফিক পুলিশের টিআই মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ অভিযানে ২৬টি মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রাইভেটকার ও ২৩টি মোটরসাইকেল ছিল। এ ছাড়া কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’