হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের এক মাস পর পুকুরে মিলল কিশোরের বস্তাবন্দী লাশ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের এক মাস পর আকাশ মাতুব্বর (১৭) নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দুয়ারীডাঙ্গা গ্রামের পুকুর থেকে ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

আকাশ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহালম মাতুব্বরের ছেলে। সে পেশায় ভ্যানচালক ছিল।

আকাশের বাবা শাহালম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আকাশ। পরে আর বাড়ি ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুঁজি করে পরদিন ৭ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশে একটি বাগানে আকাশের ভ্যান এবং পায়ের একটি জুতা পাওয়া যায়। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারীডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় শ্রমিকেরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। লাশ ওপরে নিয়ে এলে নিশ্চিত হয় এটি নিখোঁজ কিশোর আকাশের লাশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন