Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মন্দিরে আগুন: পিটিয়ে মারা দুই ভাইয়ের পরিবারকে ২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মন্দিরে আগুন: পিটিয়ে মারা দুই ভাইয়ের পরিবারকে ২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে একটি মন্দিরে আগুনের পর সন্দেহবশত দুই সহোদর ভাইকে পিটিয়ে মারার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না। মধুখালীতে যে ঘটনা ঘটেছে সে ঘটনার ন্যায়বিচার যাতে পাওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যে ঘটনা তা সহ্য করার মতো না হলেও, এটিকে কেন্দ্র করে আর যাতে কোনো অঘটন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।’ 

ধর্মমন্ত্রী বলেন, ‘এ ন্যায়বিচার জনগণ দেখবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হয়। সরকারের বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। আশা করছি, সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবে।’ 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে মধুখালীতে ভুক্তভোগীদের বাড়িতে যান ধর্মমন্ত্রী। 

উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামে ওই দুই ভাইয়ের মাকে সান্ত্বনা দিতে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ ঘটনার খোঁজ রাখছেন। আপনারা ন্যায়বিচার পাবেন। ধৈর্য ধরতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, ন্যায়বিচার হবে ইনশা আল্লাহ।’ এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকা অনুদান দেন মন্ত্রী। 

এ সময় ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালি মন্দিরে গত ১৮ এপ্রিল আগুন লাগে। পরে আগুন দেওয়ার অভিযোগে ওই স্কুলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। হিন্দু অধ্যুষিত ওই এলাকায় এই সময় শুধু সাত নির্মাণশ্রমিকই ছিলেন মুসলিম। আগুনের ঘটনায় তাঁদেরই সন্দেহ করে স্থানীয়রা। 

উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন। নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫)। 

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং একজন আটক আছে।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন