নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তথ্য ও প্রযুক্তি এবং হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্র থেকে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা ভাঙ্গা উপজেলার মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
কেন্দ্রসচিব অধ্যাপক ফারুক হোসেন বলেন, নকলের দায়ে একজনকে এবং পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।