Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন 

ফরিদপুরের মধুখালীতে আগাম জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শনীর ব্রি-৭৫ ও বিনা ৭ ও ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়। 

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অর্থায়নে ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) বাস্তবায়নে স্বল্প মেয়াদি উফশী (উচ্চ ফলনশীল) জাতের ব্রি-৭৫, বিনা-৭, বিনা-১৬, বিনা-১৭ ও বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়। 

মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপণ করা পাকা ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। এ সময় এসডিসির মাঠ সমন্বয়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চাষি ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার ও বাবু মীর উপস্থিত ছিলেন। 
 
কাটা ধান মাড়াই শেষে দেখা যায়, হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেট্রিকটন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেট্রিকটন ফলন হয়েছে। 

ধানচাষি নাছিরুজ্জামান লিটন বলেন, রোপণ করা পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা-১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষিরা জাতগুলো বেশি পছন্দ করবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, রোপণ করা স্বল্প মেয়াদি উফশী জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১