হোম > সারা দেশ > ঢাকা

পিয়াসার সহযোগী মিশু ৯ ও জিসান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানকে নয় দিন ও মাসুদুল জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পাঁচটি মামলায় রিমান্ডের পৃথক এই আদেশ দেন।

দুপুরের পর দুজনকে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পৃথক পৃথকভাবে চারটি পৃথক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিসানের বিরুদ্ধে জাল ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

মিশুর বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিকে এই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় আরও ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এই মামলায় এক দিন করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

এদিক খিলক্ষেত থানায় জিসানের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় জিসানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত তিন দিন মঞ্জুর করেন।

আদালত প্রত্যেক মামলায় দুজনেরই জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

গত বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুজনকে আটক করে র‍্যাব। পরে অস্ত্র, জাল ভারতীয় মুদ্রা, মাদক, অশ্লীল ছবিসহ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভাটারা থানায় চারটি ও খিলক্ষেত থানায় একটি মামলা করে। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য