Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। 

তিনি ওই ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে এবং উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (রোববার) সকালে সৌরভ চন্দ্র কাপাসিয়া বাজার থেকে কেনাকাটা শেষে অটোরিকশা দিয়ে বরুন গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৩৮৫৫) অটোরিকশাকে ধাক্কা দিলে সৌরভ সিটকে পড়েন। এ সময় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে স্থানীরা কাভার্ডভ্যানের চালক আব্দুল বাছির (২৮) ও তার সহযোগী মো. আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কাভার্ডভ্যানটি গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে সুতা বোঝাই করে কাপাসিয়া বাইপাস সড়ক দিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১