রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। আজ মঙ্গলবার রাতে কর্মস্থল দৈনিক ইনকিলাব থেকে ফেরার পথে মতিঝিলে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল। এঘটনায় এখনও পুলিশের কাছে অভিযোগ করা হয়নি।
মাইনুল হাসান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা মোবাইল ফোন টার্গেট করে আমার উপর হামলা করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।’
এসময় তাঁর হাত ও পায়ে জখম হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সোহেল এখন বাসায় আছেন।