হোম > সারা দেশ > ঢাকা

স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ

সাংবাদিক এবং গণমাধ্যম পেশাজীবীদের জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ফল-২০২২ সেমিস্টারে গণমাধ্যমকর্মীরা ৫০ শতাংশ ছাড়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বিএসএস (অনার্স) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

দেশের মিডিয়া শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ডিজিটাল সাংবাদিক তৈরিতে গুরত্বারোপ করছে জার্নালিজম, কমিউনেকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এই কার্যক্রমের অংশ হিসেবেই সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি গ্রহণে আগ্রহী গণমাধ্যম পেশাজীবীদের জন্য এই বিশেষ ছাড় ঘোষণা করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত জার্নালিজম বিভাগে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষক এবং দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বরা পাঠদান করেন। এই বিভাগে একটি আধুনিক সুসজ্জিত মিডিয়া ল্যাব আছে, যেখানে শিক্ষার্থীরা ব্যবহারিক কাজগুলো শিখতে পারেন। এ ছাড়া সাংবাদিকতা, যোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে গবেষণার ওপরও সমান গুরুত্ব দেওয়া হয় বিভাগে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।

ভর্তিবিষয়ক তথ্য
বিশ্ববিদ্যালয়ের সাত মসজিদ রোডের মূল ক্যাম্পাস, মিরপুর রোডের বিজয় ক্যাম্পাস এবং দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনেকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ফল সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.sub.ac.bd) অথবা ফেসবুক পেজে পাওয়া যাবে। 

ভর্তিবিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোনো সময় জার্নালিজম, কমিউনেকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক্সিকিউটিভের (০১৭৬৬৬৬৩১৩৩) নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭