হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীগামী গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড-সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মহব্বত জান চৌধুরীসহ ক্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভাড়ার তালিকা না থাকা ও ভোক্তা অধিকার আইনে আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, ‘স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তার কারণ বোয়ালমারী থেকে প্রতিটি ট্রিপ যাত্রীবোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে। যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে ১০০ টাকা ভাড়া বেশি নির্ধারণ করে দিয়েছে। আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি।’

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টাঙানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য