হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে: ইকবাল মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে শ্মশান বানিয়ে ফেলেছে।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আওয়ামী লীগকে বিপদে ফেলে তিনি বিদেশে পালিয়েছেন। এ দেশ যারা শাসনভার দায়িত্ব নেবেন, তাঁদের দেশ চালানো কঠিন হবে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত। বাংলাদেশের মানুষ ছিল একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দী ছিলেন। কারও কথা বলার কোনো অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগে লক্ষকোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই লুটের পরিমাণ এত বড় যে এই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তার লুটের এই পুরো টাকা ছিল ঋণ করা। যে ঋণ শত বছরব্যাপী পরিশোধ করতে হবে বাংলাদেশের মানুষকে।

কামারখন্দ উপজেলার কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭ জন নিহত: তদন্ত প্রতিবেদনে উঠে এল দুর্ঘটনার পাঁচ কারণ

সালমান-আনিসুলসহ নতুন মামলায় ১০ গ্রেপ্তার, মামুন-জ্যাকবসহ রিমান্ডে ৪

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৫, স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

রাজধানীতে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুরে সিসা তৈরির কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় অটোরিকশা খাদে পড়ে নারী নিহত

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি