নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের পাশে দিনে-দুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলী, ইমন, আকাশ ও তারেক।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার একজন বেসরকারি চাকরিজীবী প্রতিদিনের মতো সাতমসজিদ রোড দিয়ে ধানমন্ডির অফিসে যাচ্ছিলেন। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আবাহনী মাঠ সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে পৌঁছালে অতর্কিতে চারজন যুবক এসে তাঁকে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর তার গলায় চাপাতি ধরে একটি মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে অটোরিকশায় করে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি মামলা হয়।
ডিসি আশরাফ আরও বলেন, মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত আলী, ইমন, আকাশ ও তারেক নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি ও ছিনিয়ে নেওয়া মোবাইল এবং মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে সবাইকে বাসাবাড়িতে সিসি ক্যামেরা বসানোর ওপর গুরুত্বারোপ করেন পুলিশের এই কর্মকর্তা।