ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী। আজ রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাঁশগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসে বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।