হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২: ৫৯
ফরিদপুরে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী। আজ রোববার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাঁশগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসে বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ফরিদপুরগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ফরিদপুরে সংঘর্ষে খাদে পড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: আরও এক আসামি কারাগারে

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে: প্রেস সচিব

রাষ্ট্রের সব সুবিধা দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে: সালাহউদ্দিন আইউবী

আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: ৫৩ রোহিঙ্গা পুশব্যাক, কারাগারে ৫