হোম > সারা দেশ > ঢাকা

হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা জোবায়েরপন্থীদের

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’। ছবি: আজকের পত্রিকা

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় জোবায়েরপন্থীদের নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’।

উত্তরার খালপাড়ে আজ শুক্রবার বিকেলে তুরাগ থানা ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়। এতে নেতৃত্ব দেন জামিয়া সুবহানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম। সভায় কয়েক শ মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ইজতেমা মাঠে ঘুমন্ত জোবায়েরপন্থীদের ওপর হামলা চালিয়ে সাদপন্থীরা কয়েকজনকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করেছে। এ ঘটনায় মামলা হলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই। হামলাকারীরা এখনো ইজতেমা মাঠে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পাঁয়তারা করছে।

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৮ ডিসেম্বর তাবলিগ জামাতের বাংলাদেশের কাকরাইলভিত্তিক নেতা মাওলানা জোবায়ের ও ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। জোবায়েরপন্থীদের অভিযোগ, সাদপন্থীরা গভীর রাতে অতর্কিত ইজতেমা মাঠে তাদের ওপর হামলা চালায়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য