টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় জোবায়েরপন্থীদের নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’।
উত্তরার খালপাড়ে আজ শুক্রবার বিকেলে তুরাগ থানা ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়। এতে নেতৃত্ব দেন জামিয়া সুবহানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম। সভায় কয়েক শ মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ইজতেমা মাঠে ঘুমন্ত জোবায়েরপন্থীদের ওপর হামলা চালিয়ে সাদপন্থীরা কয়েকজনকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করেছে। এ ঘটনায় মামলা হলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই। হামলাকারীরা এখনো ইজতেমা মাঠে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পাঁয়তারা করছে।
বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৮ ডিসেম্বর তাবলিগ জামাতের বাংলাদেশের কাকরাইলভিত্তিক নেতা মাওলানা জোবায়ের ও ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। জোবায়েরপন্থীদের অভিযোগ, সাদপন্থীরা গভীর রাতে অতর্কিত ইজতেমা মাঠে তাদের ওপর হামলা চালায়।