বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়াকে ঈদ উপলক্ষে জামিনে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আজ সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘কোরবানি ঈদে দরিদ্র পরিবারদের খাদ্য সাহায্যের আবেদন’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আইনের অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে সরকারের জামিন দেওয়া উচিত। তারপর উনি যেখানে ইচ্ছে যাক।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আমাদের সংবিধানে জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। সুতরাং আমি যেটা মনে করি, এই পদ্মা ব্রিজের উপলক্ষ করে, এমনকি ঈদে মুক্তি দেওয়া হয়। কাজেই এটাকে উপলক্ষ করে খালেদা জিয়াকে ঈদে জামিনে মুক্তি দেন। আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না। জামিনের কথা বলছি।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি দেশের ভেতরে চিকিৎসা নেওয়ার পক্ষপাতী লোক। তবে আমাদের ওবায়দুল কাদের সাহেব পরামর্শের জন্য যদি সিঙ্গাপুর যেতে পারেন, তাহলে তাঁর (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় দোষের কিছু নাই। বর্তমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সাহেবও তো বিদেশে যান।’
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ।