হোম > সারা দেশ > ঢাকা

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল নারী শ্রমিকের অর্ধগলিত লাশ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে ভাড়া বাসায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাককর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাসন থানাধীন ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম শেখা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালী গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, শেখা বেগম স্বামীর সঙ্গেই মহানগরীর ইসলাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন ধরেই তাঁদের ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। 

আজ মঙ্গলবার সকালে পাশের ভাড়াটেরা শেখা বেগমের বন্ধ থাকা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান বিছানায় কাঁথা দিয়ে প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। 

খবর পেয়ে পুলিশ গিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে প্রতিবেশীরা লাশটি শেখা বেগমের বলে শনাক্ত করেন। কিন্তু শেখা বেগমের স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে শেখা বেগমকে হত্যার পর তাঁর মরদেহ কাঁথায় মুড়িয়ে রেখে বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে স্বামী পালিয়ে গেছেন। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন বা আলামত বোঝা যায়নি। তাঁর স্বামীর নাম-পরিচয় জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন