হোম > সারা দেশ > নরসিংদী

স্বামীর সামনে ধর্ষণের ঘটনায় ২ আসামির এক দিনের রিমান্ড

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর সামনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন। 

রিমান্ড পাওয়া দুজন হলেন, ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজিব (২৮) ও চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২৪)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালত তাঁদের দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ইমায়েদুল জাহেদী বলেন, একাধিক দিনে জিজ্ঞাসাবাদ করা গেলে ভালো হতো। তারপরও রিমান্ডে পাওয়ায় ঘটনার শুরু ও শেষ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। 

এর আগে গতকাল রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার আরেক অজ্ঞাত আসামি (৩০) পলাতক রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘোড়াশাল স্টেশন এলাকার আশপাশে বসবাস করেন তিনি। 

ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, পলাতক আসামির খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামি ধরা পড়বে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এ সময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। 

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা