হোম > সারা দেশ > ঢাকা

ভুট্টাখেত থেকে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ভুট্টাখেত থেকে মমতাজ বেগম (৩৩) নামের এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় শরীফ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৪-এর সাভার (নবীনগর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গতকাল সোমবার রাজধানীর কালশী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরীফ পেশায় একজন গার্মেন্টস কর্মকর্তা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। তবে ২০ বছর ধরে ঢাকায় বাস করছেন তিনি। মমতাজ বেগমও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন ৷

সংবাদ সম্মেলনে র‍্যাবের সাভার (নবীনগর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, ‘মমতাজ ও শরীফ সম্পর্কে বেয়াই-বেয়ান। দেশের বাড়িও একই এলাকায়। এক মাস আগে মমতাজকে আশুলিয়ায় এনে গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করেন শরীফ। সেই সঙ্গে মমতাজকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি বাসাও ভাড়া করে দেন তিনি। পরে উভয়ের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে মনোমালিন্য হয়। সেই জেরে মমতাজকে হত্যা করার পরিকল্পনা করেন শরীফ।

রাকিব মাহমুদ খান আরও জানান, পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন গত ৭ জানুয়ারি ধামরাইয়ের কেলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের এলাকায় মমতাজকে নিয়ে ঘুরতে যান শরীফ। ঘুরতে ঘুরতে তাঁরা একটি ভুট্টাখেতের দিকে যান। সেখানে সঙ্গে থাকা রশি দিয়ে প্রথমে মমতাজের গলায় পেঁচিয়ে ধরেন শরীফ। চেঁচামেচি যেন করতে না পারেন সে জন্য পরনের ওড়না দিয়ে মুখ বেঁধে শ্বাসরোধ করে মমতাজকে হত্যা করেন। এরপর মমতাজের ব্যবহৃত মোবাইলটি ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় ফেলে চলে যান।

গত ৯ জানুয়ারি বেলা তিনটার দিকে ধামরাইয়ের কেলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশের একটি ভুট্টাখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই ধামরাই থানায় পুলিশ বাদী হয়ে একটা হত্যা মামলা করে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে