হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৯টি ইউনিয়নের ৬৪টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান এবং কর্মকর্তাবৃন্দ।

বুধবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ।

সাটুরিয়া উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যোত ঘোষ এ্যাপোলোর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, উপজেলা প্রকৌশলী এ এফ এম তৈয়াবুর রহমান, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর উর রশিদ, সাটুরিয়া উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমেরন্দ্র সাহা লাহোর, বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. মুরছালিন বাবু, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমানসহ প্রমুখ।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘পূজা মণ্ডপের আশপাশে আলোর ব্যবস্থা নিশ্চিত করাসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে সি সি ক্যামেরা বসানো এবং যথা সময়ে প্রতিমা বিসর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘সর্বত্র সেবা নিশ্চিতের জন্য পূজা মণ্ডপসহ রাস্তায় টহলের জন্য মোবাইল টিম থাকবে। প্রত্যেক পূজা মন্ডপে ভলান্টিয়ার রাখার পরামর্শও দেন তিনি।’

সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুল মজিদ ফটো বলেন, ‘সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ৬৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন যেন শান্তি ও সুন্দর ভাবে পালিত হয় সেই লক্ষ্যেই আজ আপনাদের নিয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হল। আশা করি উৎসবমুখর পরিবেশে এবার পূজা পালিত হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭