হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে শিবচরের পথঘাট 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শীতের প্রকোপ খুব বেশি না হলেও আজ বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছিল না সূর্যের দেখা। শিবচরের পথঘাট কুয়াশায় ঢাকা পড়ে। সকালে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বেও কিছু স্পষ্টভাবে দেখা যায়নি। সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে। 

শিবচর হাইওয়ে সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে গাড়ি তেমন ছিল না। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পুরো মহাসড়ক কুয়াশায় ঢেকে ছিল। রোদ উঠলে কুয়াশা কমে যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। 

এ বিষয়ে স্থানীয় বাজারের দোকানিরা বলেন, ভোর থেকে কুয়াশা বেশি থাকায় বাজারে ক্রেতাদের আগমন কম ছিল। বেলা বাড়ার পরে বাজারে ক্রেতাদের সমাগম ঘটে। 

শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোরে ফেরি চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছিল। এ ছাড়া ভোর থেকে নৌরুটে লঞ্চ চলাচল দেরিতে শুরু করা হয়। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোরে চারপাশে কুয়াশার মাত্রা বেশি হলেও নৌপথে ততটা কুয়াশা ছিল না। ফেরি চলাচল করছে। তবে কিছু সময় চলাচলে ধীরগতি ছিল।  

আবদুল হামিদ মেডিকেল কলেজে সবদিকে ঘাটতি, শুধু আসন বাড়তি

অবহেলায় ‘ভুতুড়ে বাড়ি’ শহীদ জিয়া হল

রাজধানীর মিরপুরে বাটার শো-রুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

এবার বাসে ওঠা নিয়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

সেকশন