হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’

হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন