Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মারা গেছেন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মারা গেছেন

কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের (৮১) ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল আসরের নামাজের পর বাজিতপুর কলেজ মাঠে প্রথম এবং মাগরিবের নামাজের পর কিশোরগঞ্জ সদরের বিন্নগাঁও স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা জন্মস্থান করমূলি গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

গোলাম কাদের স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি ছিলেন। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন মাস্টারের বড় ছেলে। তিনি বাজিতপুরের ঐতিহাসিক বিদ্যাপীঠ পরাগ মেলা কল্লোল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

গোলাম কাদের ছিলেন বহুগুণে গুণান্বিত। তিনি ছিলেন শিক্ষা অনুরাগী, হাজারো মানুষ গড়ার কারিগর। বাজিতপুর জেলা চাই আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টার পাশাপাশি তিনি ছিলেন বাজিতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি।

ফজলে এলাহী মো. গোলাম কাদেরের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১