হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ২ চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৮
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১৮
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুন কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ।

অভিযানের সময় অবৈধ গ্যাস-সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, সোনারগাঁ পৌর এলাকার দুটি স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে চুন কারখানা চালিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাগুলোর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপুরদী এলাকায় নিয়মবহির্ভূতভাবে গাড়িতে গ্যাস দেওয়ায় মধুমতি সিএনজি পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পিলখানা ট্র্যাজেডি: আগুনে পুড়ে গেছে অস্থায়ী আদালতের এজলাস কক্ষ

শাহজালাল বিমানবন্দরে নরওয়েপ্রবাসীর সঙ্গে নিরাপত্তাকর্মীর হাতাহাতি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ‘চুহা সেলিম’ গ্রেপ্তার

ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার