হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে যাত্রীবাহী বাস, নিহত ১ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সময় সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হন। 

কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম সড়কের মোড়ে থাকা তাঁর ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হন। 

ঘরের মালিক সোলায়মানের ছেলের স্ত্রীকে শারমিন আক্তার বলেন, ‘ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দূরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। ওই ঘর ভেঙে তিনি আহত হয়েছেন।’ 

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ’

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন