হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ৬ ছিনতাইকারী আটক, ছোরা-চাকু জব্দ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার মো. মানিকের ছেলে আল আমিন ওরফে মাহিম (২১), নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. কালাচানের ছেলে মো. শুভ (২৩), গাজীপুরের পূবাইলের মো. সেলিমের ছেলে মো. রাসেল (১৮), শরীয়তপুরের সখীপুরের মো. সিরাজের ছেলে মো. সোহান (২৫), বরগুনার বামনা উপজেলার হাশেম মৃধার ছেলে রফিকুল ইসলাম (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবু সিদ্দিকের ছেলে মো. ওয়াহেদ (১৯)। 

এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকু, ছোরা, ব্লেড জব্দ করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা মূলত বাস, প্রাইভেট কারে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যেতেন। সেই সঙ্গে অন্ধকারের মধ্যে কাউকে একা পেলে ছুরি ঠেকিয়ে সব কেড়ে নিতেন। তাঁরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা করা হচ্ছে।’

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন