নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ইস্কাটনে ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ইস্টার্ন টাওয়ারের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা দুজন মারা গেছেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।