Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের হোতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের হোতা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে হাত-পায়ের রগ কেটে বাসা ভাড়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা মিজু আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মার্চ) মধ্যরাতে দক্ষিণখানের ফায়দাবাদের চুয়ারির টেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মিজু আহম্মেদ রাজধানীর দক্ষিণখানের বিল্লাল হোসেনের ছেলে। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ২৬ জানুয়ারি বাসা ভাড়ার ১২ হাজার টাকা নিয়ে বের হন ফয়সাল। পরে পূর্বশত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় রানা ওরফে থাবালা রানা লাঠি দিয়ে মেরে দাঁত ফেলে দেন। মিজু আহম্মেদ তাঁর সঙ্গে থাকা চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেন। কোরবান আলী ভুক্তভোগীর দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেন। পরে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে লাঠিপেটা করে তাঁর সঙ্গে থাকা ১২ হাজার টাকা নিয়ে যান। পরবর্তীতে ফয়সালের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যান।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, তখন আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।

সিনিয়র এএসপি মাহফুজুর রহমান বলেন, পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা মিজু আহম্মেদকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

‘আব্বুকে কবর থেকে রিমান্ডে নিয়ে যাক’

থ্রিলারে আগ্রহ তারুণ্যের

মোহাম্মদপুর থানার ওসির অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উত্তরায় দুই ছিনতাইকারীকে পিটিয়ে পদচারী-সেতুতে ঝোলাল জনতা

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় এক দিনে গ্রেপ্তার ২৪৮