রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এই বিশেষ অভিযান চালায় ডিএমপির মোহাম্মদপুর থানা-পুলিশ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা-পুলিশ আজ বেলা আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ এই অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।