নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার স্থানীয় বাসিন্দাদের কল পেয়ে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে তাঁদের এই গ্যাংয়ের লিডারসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সেনা ক্যাম্পে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাবাসী ফোন কল দিয়ে জানায় এলাকার কিছু কিশোর গ্যাংয়ের বখাটে সদস্যরা আবার ফিরে এসে বিভিন্ন অলি-গলিতে বড় বড় ছুরি, চাপাতি নিয়ে খোলা আকাশের নিচে মহড়া দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন বাড়ির টিনের চালে উঠে আড্ডা দিচ্ছে ও উচ্চ স্বরে শব্দ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
খবর পেয়ে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ওই এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা এদিক-সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুজন হাতেনাতে গ্রেপ্তার হয়। পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্যাংয়ের আস্তানায় গিয়ে তাদের লিডার রাসেলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও জানায়, তাদের সকলের হাতে এক ধরনের ট্যাটু পাওয়া যায়, যা তাদের গ্যাংয়ের প্রতীক প্রকাশ করে। লিডারসহ মোট পাঁচজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।