হোম > সারা দেশ > ঢাকা

তিন হাজার ইয়াবাসহ লবণ ব্যবসায়ী গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. ফয়েজ আলম (৩৯)। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। তিনি পেশায় লবণ ব্যবসায়ী। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

ওসি জানান, গ্রেপ্তার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর টেকনিক্যাল মোড় যাত্রীছাউনির সামনে মাদকসহ ফয়েজকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, সাভারে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে আরও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাঁকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি যাত্রীছাউনি কিংবা গণপরিবহনে অপেক্ষায় থাকেন, সেখানেই মাদকসেবী দেখলে তাঁদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময়ও যাত্রীছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭