হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৯

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে যাত্রীবাহী লোকাল বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে ও ১৯ জন গুরুতর আহত হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন। 

মাছবাহী ট্রাকের মালিক মো. আলামিন শেখ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাছবাহী ট্রাকটি যশোরের চাচড়া বাজার থেকে মাছ বোঝাই করে ঢাকা যাচ্ছিলেন এবং যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুর যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন ইমামবাড়া শরীফের সামনে পৌঁছাতেই ইমামবাড়া শরীফ থেকে বের হয়ে অজ্ঞাত এক নারী সড়ক পার হতে যান। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে অপরদিক থেকে আসা মাছবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সেই মহিলার মৃত্যু হয়। 

এ সময় ট্রাক ও বাসের চালক এবং সহযোগীসহ ১৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ জানান, গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাকি সবাইকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহ্লাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় ১৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবং পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭