রাজধানীর বনানী থেকে পিকআপ ভ্যান বোঝাই মদসহ মাসুদ বিশ্বাস (৩৪) নামে একজনকে আটক করেছে র্যাব-১।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনানীর জি ব্লক থেকে তাকে আটক করা হয়। বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
আটক ওই যুবক গোপালগঞ্জের বাসিন্দা। বর্তমানে গুলশান-১ এর লেকের পূর্ব পাশের মান্নান মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১ এর এএসপি মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বনানীর জি ব্লকে অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৬ বোতল মদসহ মাসুদ বিশ্বাসকে আটক করা হয়। এসব মদ একটি পিকআপ ভ্যানে বোঝাই ছিল। এসময় ওই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটক হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।