হোম > সারা দেশ > ঢাকা

১০ দিন নিখোঁজ কলেজছাত্র, থানায় হতাশ হয়ে সাংবাদিকদের কাছে পরিবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও সন্ধান মেলেনি কলেজছাত্র মো. নাসির উদ্দীন সাকিবের। তার সন্ধান চাইতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। থানায় জিডি করতে গিয়ে আশানুরূপ সহায়তা না পেয়ে তাঁরা হতাশ। 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে ছেলের সন্ধানে সহায়তা চান সাকিবের বাবা গোলাম মোহাম্মদ। 

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয় সাকিব। নিখোঁজের আগের দিন বন্ধুর ল্যাপটপ এনেছিল সাকিব। সেটি ফেরত দিতেই বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে। যাওয়ার সময় বলে যায় ল্যাপটপ ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সাকিবের মোবাইল ফোনটি বন্ধ আছে। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের বাড়ি ও আশেপাশে সবজায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। ২০ সেপ্টেম্বর রমনা থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নং-১২৪৫। 

থানা থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ার অভিযোগ করে গোলাম মোহাম্মদ বলেন, জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি কিন্তু থানা থেকে আশানুরূপ সাহায্য পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার থানা ও হাসপাতালে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতার জন্য এখানে এসেছি। সাকিবকে ফিরে পেরে গণমাধ্যমের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন