হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে পাটখেত থেকে মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে বাদল (১৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ রোববার সকালে স্থানীয় একজন ঘাস কাটতে গিয়ে পাটখেতে মৃতদেহটি দেখতে পান। 

জানা যায়, সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ন মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে স্থানীয় একজন পাটখেতে ঘাস কাটতে গিয়ে মৃতদেহটি দেখতে পান। এ ঘটনার কথা স্থানীয়দের জানালে তারা বালিয়াকান্দি থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়। 

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাদল বাড়ি থেকে বাইরে বের হয়। রাতে বাড়িতে ফেরেনি। পরে সকালে বাড়ির পাশে পাটখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন (প্রশাসন ও অপরাধ), সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭