হোম > সারা দেশ > মাদারীপুর

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ভোর থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করলেও কুয়াশার কারণে সাময়িক বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে এবং ৮টা থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার প্রকোপ বেড়ে গেলে সকাল থেকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। সকালে যেসব যানবাহন চলছে, তাতে হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার কারণে আমরা নৌযান বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে যেকোনো সময় চলাচল শুরু হবে।’ 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল