Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ভোর থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করলেও কুয়াশার কারণে সাময়িক বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে এবং ৮টা থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার প্রকোপ বেড়ে গেলে সকাল থেকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। সকালে যেসব যানবাহন চলছে, তাতে হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার কারণে আমরা নৌযান বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে যেকোনো সময় চলাচল শুরু হবে।’ 

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা